প্রয়াত এমপি মোসলেম উদ্দীনের শোকসভা শেষে নেতাকর্মীদের হুড়োহুড়িতে কনভেনশন সেন্টারের কাচের দরজা ভেঙে মাথা কেটেছিলো নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের। শনিবার সন্ধ্যায় এই ঘটনার পর চিকিৎসকরা তার মাথায় চারটি সেলাই করেছিলেন। কিন্তু এর চব্বিশ ঘণ্টা পার হওয়ার আগেই দলের আরেকটি কর্মসূচিতে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন এই নেতা।
নেতাকর্মীরা জানান, রবিবার নগরীর ২৩ নম্বর পাঠানটুলি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠান পূর্ব নির্ধারিত ছিলো। সেখানে উদ্বোধক হিসেবে আ জ ম নাছিরের উপস্থিত থাকার কথা ছিলো। আগের রাতের দুর্ঘটনার পর নেতাকর্মীরা ধরে নিয়েছিলেন, তিনি আসবেন না। কিন্তু সবাইকে অবাক করে তিনি সম্মেলনে হাজির হন। সম্মেলন উদ্বোধন করেন। এরপর নেতাকর্মীদের উদ্যেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘চিকিৎসকরা বিশ্রামে থাকতে বলেছিলেন। সকাল থেকে কিছুটা ভালো বোধ করছি। এজন্য সম্মেলনে গিয়েছি। এটা পূর্ব নির্ধারিত অনুষ্ঠান। না গেলে নেতাকর্মীরা হতাশ হতো।’
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত এমপি মোসলেম উদ্দিন আহমেদের শোকসভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যাচ্ছিলেন নাছির। এ সময় নেতাকর্মীরা হুড়োহুড়ি করে বের হতে গিয়ে কাচের দরজা ভেঙে মাথায় আঘাত পান নাছির। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন