চট্টগ্রামের সীতাকুণ্ডে বারআউলিয়া এলাকায় তাহের শিপইয়ার্ড নামে একটি জাহাজভাঙা প্রতিষ্ঠানে আগুনে পুড়ে আশরাফ মোল্লা (৬৫) নামে এক শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে জাহাজ কাটতে গিয়ে আগুনে দগ্ধ হন ওই শ্রমিক। হাসপাতালে নেওয়ার পর দুপুরের দিকে তার মৃত্যু হয়।
মৃত আশরাফের বাড়ি নড়াইলের লোহাগড়া থানার কুমরাডাঙ্গায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার জানান, জাহাজ কাটতে গিয়ে আগুনে শরীর ঝলসে গেলে আশরাফ মোল্লাকে সকাল ১১ টার দিকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে। সেখানে তার চিকিৎসা চলছিল। দুপুর পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল