২৭ মার্চ, ২০২৩ ২১:০৭

সাতকানিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদবক, চট্টগ্রাম

সাতকানিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপির বিরুদ্ধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে অশ্রদ্ধা ও অসম্মান জানানোর অভিযোগে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলার আবেদন করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দীন এ মামলার আবেদন করেন।

কামাল উদ্দীন বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার সময় অন্যরা খালি পায়ে উঠলেও তিনি জুতা পায়ে শ্রদ্ধার নামে অশ্রদ্ধা করেছেন। যার কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলার আবেদন করা হয়েছে। আদালত শুনানি শেষে মামলাটি আদেশের জন্য রেখেছেন।’

উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেন, ‘একটি মহল আমার ছবি নিয়ে অরাজনীতি করছে। এখন যেহেতু এটা আদালতে গেছে আদালতের সিদ্ধান্তের প্রতি আমি সব সময় শ্রদ্ধাশীল।’

মামলার আবেদনে বলা হয়েছে, ‘সাতকানিয়া উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গত ৭ মার্চ জুতা পায়ে নিয়ে ইচ্ছেকৃতভাবে ফুল দিয়ে অশ্রদ্ধা, অসম্মান ও অমর্যাদা করেছেন এম এ মোতালেব সিআইপি।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর