২ এপ্রিল, ২০২৩ ০৫:২২

চট্টগ্রামে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড, কারাগারে প্রেরণ

প্রতীকী ছবি

কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই ১২ বছর ধরে দাঁতের চিকিৎসা প্রদান করা মো. মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে জেলা প্রশাসন। শনিবার চট্টগ্রামের হালিশহর জি-ব্লকের সেতু ডেন্টাল ক্লিনিক নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, মনিরুল নিজেকে দন্ত চিকিৎসক পরিচয় দেন এবং তার নিজের প্রেসক্রিপশন প্যাড দেখান। প্রেসক্রিপশন প্যাডে তার নামের আগে ‘ডা.’ লেখা এবং পদবি হিসেবে ‘ডেন্টাল সার্জন’ উল্লেখ করা। কিন্তু তিনি বিএমডিসি’র কোনো রেজিস্ট্রেশন দেখাতে পারেননি। এ কারণে মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ১ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয় । 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর