মামাকে আপ্যায়ন নিয়ে ঝগড়ার জেরে স্বামীর হাতে খুন হন পোশাক শ্রমিক সার্জিনা আকতার। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া মো. হাসান আখন্দ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিবিআইকে এমন তথ্য জানিয়েছে। এর আগে বুধবার রাতে মুন্সিগঞ্জ থেকে হাসানকে গ্রেফতার করা হয়।
পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, ঘটনার দিন সার্জিনার মামা বাসায় বেড়াতে আসেন। এ সময় মামাকে অ্যাপায়নের জন্য নাস্তা আনতে বলেন স্বামী হাসানকে। হাসান সামান্য নাস্তা আনে। পরে যাওয়ার সময় মামা ৫০০ টাকা চাইলে সার্জিনার মাধ্যমে ১০০ টাকা দেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সার্জিনাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে গলা টিপে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হাসান।
পুলিশ সুপার বলেন, লাশ উদ্ধারের পর ঘটনাটি ছায়া তদন্ত শুরু করে পিবিআই। অভিযুক্ত ব্যক্তি একের পর এক স্থান পরিবর্তন করার কারণে তাকে গ্রেফতার করা কঠিন হয়ে ওঠে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শ্রী নগর এলাকার একটি গরুর খামার থেকে হাসানকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল নগরীর ইপিজেড থানাধীন বন্দর টিলা এলাকা থেকে পোশাক শ্রমিক সার্জিনা আকতারের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের ঘটনায় নিহতের খালা স্মৃতি বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী হাসান আখন্দকে অভিযুক্ত করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল