২৬ এপ্রিল, ২০২৩ ২০:৪৬

চট্টগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন কলসী দিঘী সড়কের হাজী মাহমুদ মিয়া কলোনির ভাড়া বাসার তালা ভেঙে রিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।  

বুধবার নিহত রিনার বাবা বাদী হয়ে স্বামী সাখাওয়াত হোসেনকে একমাত্র আসামি করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে স্বামী এখনও পলাতক। মাত্র ছয় মাস আগে পরিবারের অগোচরে তারা বিয়ে করেছিলেন।

নিহত গৃহবধূ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব গহিরা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরের কেইপিজেডে জিএমএস কারখানায় কর্মরত ছিলেন। আর অভিযুক্ত সাখাওয়াত হোসেন ময়মনসিংহ জেলার মহেলাকান্দা ইউনিয়নে মুচডেঙ্গা গ্রামের মকবুল হোসেনের ছেলে। এই দম্পতি নগরের কলসী দিঘী সড়কের হাজী মাহমুদ মিয়া কলোনিতে ভাড়া থাকতেন।  

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তালা ভেঙে ঘরে প্রবেশ করে বিছানার ওপর চাদর দিয়ে মোড়ানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে স্বামী পলাতক। তাকে ধরতে পারলে সব জানা যাবে। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর