চট্টগ্রামে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- শাহজাহান শাহীন, মো. বাবুল এবং নুরুল আলম। বুধবার বাঁশখালীর পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক সড়কের চাম্বল ছড়া ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, বুধবার অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/এএম