৫ মে, ২০২৩ ১৮:২০

চট্টগ্রামে তরুণী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে তরুণী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতীকী ছবি

চট্টগ্রামে এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলী আকবরকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব-৭। গত বৃহস্পতিবার রাতে নগরের বায়েজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলী আকবর ফটিকছড়ির ডলু আরলিয়া গ্রামের মৃত হাচি মিয়ার সন্তান।

র‌্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, ২০১৬ সালে ফটিকছড়ির ভুজপুর এলাকার একটি খামার বাড়ির গাছের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই তরুণীর বাবা আলী আকবরকে আসামি করে মামলা করেন। তরুণীর লাশ ময়নাতদন্তে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়। পুলিশের তদন্তেও অভিযোগ প্রমাণিত হয়। ২০১৭ সালে আদালত এ ঘটনায় আলী আকবরকে মৃত্যুদণ্ড দেয়। এরপর থেকে ছদ্মনামে পালিয়ে ছিলেন তিনি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর