চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে শিশু ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. হৃদয়, মো. শাহীন এবং হাসান (প্রত্যেকের ছদ্মনাম)। শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর বলেন, গ্রেফতারকৃতরা গত ৬ মে সন্ধ্যায় মাহবুবুল আলম নামে এক আইনজীবীকে জিম্মি করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ে বাধা দেয়ায় ওই আইনজীবীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অভিযোগ পেয়ে রাতে টানা অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএম