চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে কাজল শেখ নামে এক বখাটেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সকালে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযূষ কুমার চৌধুরী এই দণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযূষ জানান, বেশ কিছুদিন ধরে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের আসা-যাওয়ার পথে অভিযুক্ত কাজল শেখসহ কয়েকজন বখাটে উত্ত্যক্ত করতো। রবিবার সকালে স্কুলের কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করলে স্থানীয়দের অভিযোগে প্রেক্ষিতে তাকে পুলিশের সহযোগিতায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। কাজলের বাড়ি নড়াইলের লোহাগাড়া উপজেলায়।
বিডি-প্রতিদিন/বাজিত