চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের আবদুল কাদেরের বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নিজ বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম নুর নাহার (১৯)। তিনি স্থানীয় আবদুল কাদেরের স্ত্রী। তাদের সংসারে ৫ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
বোয়ালখালী থানার এসআই মো. শফিক বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার রহস্য উম্মোচনে পুলিশ তদন্ত করছে।
বিডি প্রতিদিন/এএম