২৯ মে, ২০২৩ ১৭:০৪

কিশোরীকে হত্যার ১২ বছর পর আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

কিশোরীকে হত্যার ১২ বছর পর আসামি গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সাবেক স্ত্রীকে হত্যার সময় বাধা দেওয়ায় নাবালিকা শ্যালিকাকে নির্মমভাবে হত্যা করেছে শাহ পরান ও তার ভগ্নিপতি নাছির। এ ঘটনার ১২ বছর শাহ পরানের ভগ্নিপতি মো. নাছিরকে লোহাগাড়া উপজেলার চুনতি থেকে গ্রেফতার করেছে র‌্যাব। নাছির ফটিকছড়ির পূর্ব ভুজপুর এলাকার নুরু আহমদের ছেলে।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, সাবেক শাশুড়ি বাদী হয়ে শাহ পরান ও নাসিরকে আসামি করে ভূজপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ৯ এপ্রিল এই মামলায় শাহ পরানকে মৃত্যুদণ্ড ও নাসিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন নাসির। গত ২৬ মে রাউজানের নোয়াপাড়া থেকে শাহ পরানকে গ্রেফতার করে র‌্যাব। তার দুইদিন পর নাসিরের অবস্থানও শনাক্ত করা হয়। এরপর ২৮ মে লোহাগাড়ার চুনতি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর