চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম এখন খেলাধুলায় অনেক এগিয়ে গেছে। চট্টগ্রামের খেলোয়াড়দের নিয়েই আমরা সব ধরনের ইভেন্টে দল গঠন করছি। আগামীতেও তা অব্যাহত থাকবে। আজকে খো খো খেলায় যারা অংশ নিচ্ছে, তারা কঠোর পরিশ্রম করে নিজেদের তৈরি করতে পারলেই এক সময় জাতীয় দলে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করতে পারবে।
বুধবার সিজেকেএসের ব্যবস্থাপনায় খো খো লীগের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
সিজেকেএস কোষাধ্যক্ষ ও খো খো কমিটির চেয়ারম্যান শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিজেকেএস সহ-সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী, হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, হাসান মুরাদ বিপ্লব, দিদারুল আলম, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, হারুন অর রশিদ।
১ম পর্বের খেলা বি.সি.আই.সি ক্রীড়া সংসদ, হালিশহর লাকী ক্লাব, অছি ক্লাব, শতদল ক্লাব, নবীন মেলা, চট্টগ্রাম রাইফেল ক্লাব সুপার সিক্সে উন্নতি হয়।
বিডি প্রতিদিন/আরাফাত