চট্টগ্রামে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। প্রতিদিনই প্রতিযোগিতা হারে বাড়ছে সংক্রমণ। বয়স্কদের সঙ্গে সঙ্গে শিশুরাও আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। এ নিয়ে অভিভাবকদের শঙ্কার শেষ নেই। সবার মাঝে বাড়ছে আতঙ্ক, উৎকণ্ঠা।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামে ৩০ জুলাই আক্রান্ত হয় ১৩৯ জন, ২৯ জুলাই আক্রান্ত হয় ১০৪ জন, ২৮ জুলাই ৩৫ জন, ২৭ জুলাই ৫৭ জন, ২৬ জুলাই ১১১ জন, ২৫ জুলাই আক্রান্ত হয় ১১৪ জন, ২৪ জুলাই আক্রান্ত হয় ৯৩ জন, ২৩ জুলাই আক্রান্ত হয় ১১১ জন এবং ২২ জুলাই আক্রান্ত হয় ১৪৩ জন। তবে বয়স্কদের সঙ্গে সঙ্গে শিশুরাও আক্রান্ত হচ্ছে।
রবিবার সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে শিশু ডেঙ্গু রোগী ভর্তি ছিল ৩০ জন। কিন্তু এখানে ডেঙ্গু রোগীর জন্য বøক করা হয় ২৮ শয্যার। তাছাড়া, চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালে মোট রোগী ভর্তি আছে ৭৯ জন। এর মধ্যে শিশু রোগী ৪৩ জন।
চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডা. একেএম রেজাউল করিম বলেন, বড়দের সঙ্গে সঙ্গে শিশুরাও ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। এ কারণে শিশু ওয়ার্ডে ২৮ শয্যার একটি পৃথক ব্লক করা হয়েছে। কিন্তু এখন শয্যার চেয়ে রোগী বেশি আছে। তবে সবার চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনে শয্যা বাড়ানো হবে। সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারি অধ্যাপক ডা. মিশু তালুকদার বলেন, প্রতিদিনই আক্রান্ত হয়ে বয়স্ক ও শিশুরা ভর্তি হচ্ছেন। তবে তুলনামূলক শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে মা-বাবাদের সতর্ক থাকা উচিত। মশারি ছাড়া শিশুদের যেন ঘুমাতে না দেয়া হয়।
জানা যায়, চট্টগ্রামে রবিবার পর্যন্ত ডেঙ্গু রোগে মোট আক্রান্ত হয় ২ হাজার ৬৭৬ জন। এর মধ্যে পুরুষ এক হাজার ২১৮ জন, মহিলা ৭৭০ জন ও শিশু ৬৮৮ জন। ইতোমধ্যে মারা গেছেন ২৫ জন। এর মধ্যে পুরুষ ৬ জন, মহিলা ৫ জন ও শিশু ১৪ জন। অন্যদিকে, আক্রান্তদের মধ্যে শহরের তুলনায় গ্রামে কম। ইতোমধ্যে শহরে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৩৪ জন এবং ১৫ উপজেলায় আক্রান্ত হয় ৭৪২ জন।
বিডি প্রতিদিন/এএম