চট্টগ্রামে ওজনে কম দেওয়ার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার দুপুরে এক অভিযানে এই জরিমানা করেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।
তিনি জানান, ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালি মোড়ে অবস্থিত ফুলকলি সুইটসে অভিযান পরিচালনা করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সে কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ফিরিঙ্গিবাজার এলাকায় ডাবের দোকানসহ বেশকিছু প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
বিডি প্রতিদিন/এএম