চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম. নাছির উদ্দীন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের নীলনকশা নসাৎ করার জন্য নৌকার বিজয় নিশ্চিত করার জন্য এখন থেকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে জানান দিতে হবে। ৭১ এর মতো আরেকটি বিজয় অর্জিত না হলে বাঙালি জাতিসত্তার অস্তিত্ব মুছে যাবে।
শনিবার নগরীর মুরাদপুর চত্বরে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাঁচলাইশ থানা আওয়ামী লীগের আলোচনা সভায় একথা বলেন।
তিনি বলেন, বলতে লজ্জা হয় দেশের কথিত সুশীল সমাজ তাদের বুদ্ধি বিবেক বিদেশীদের হাতে সমর্পন করেছেন। যেই ব্যক্তিটি নোবেল বিজয়ের খেতাব পেয়েছেন সেই লোকটি মুক্তিযুদ্ধকে স্বীকার করেন না। সংবিধান মানেন না এবং বাংলাদেশের সার্বভৌমত্ব আছে বলে মনে করেন না। এই লোকটি কখনো শহীদ মিনারে যাননি। সাভার জাতীয় স্মৃতিসৌধে যাননি। এই মানুষটি বুদ্ধি বিবেকসহ সবকিছুই জাতীয় রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষুদ্র ঋণ সহায়তার নামে গরীবদের ফাঁদে ফেলে তাদের জান-মাল কেড়ে নিয়েছেন।
নগর আওয়ামী লীগের কৃষি সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে রফিউল হায়দার রফি ও এস.এম. বাবলুর সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, হাজী মো. হোসেন, শহীদুল আলম, সৈয়দ আমিনুল হক, সাইফুদ্দিন খালেদ বাহার, দেবাশীষ নাথ দেবু, নুরুল আনোয়ার, আনোয়ার হোসেন বাপ্পী, সাখাওয়াত হোসেন সাকু প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল