ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় বাসচাপায় মায়া নন্দী (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে মহাসড়কের সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মায়া পৌর সদরের পশ্চিম মহাদেবপুর এলাকার সুনীল নন্দীর স্ত্রী। তিনি স্থানীয় একটি রোগ নিরূপন কেন্দ্রের কর্মচারী ছিলেন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, সকালে কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি বাস তাকে ধাক্কা দেয়। তিনি পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে মাথা থেঁতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় তিনি মারা গেছেন।
বিডি প্রতিদিন/এএম