চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় জয়া মজুমদার (২২) নামে এক স্কুল শিক্ষিকা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। নিহত জয়া পতেঙ্গার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার বাসিন্দা সুজিত মজুমদারের স্ত্রী। শুক্রবার রাতে কাঠগড় ২ নম্বর গলির বাসায় এ ঘটনা ঘটে।
পতেঙ্গা থানার ওসি আফতাব হোসেন বলেন, সুজিত ও জয়া দম্পতির ছয় বছরের একটি মেয়ে আছে। জয়া তার মেয়েকে পাশের বাসায় পাঠিয়ে দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তবে তাদের পরিবারে কিছু ঝামেলা আছে। সে কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট শেষ করার পর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম