শব্দদূষণ একটা মারাত্মক নিরব ব্যাধি। প্রতিনিয়তই মানুষ নানাভাবে এ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। কিন্তু আমাদের এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। তাই শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সব শ্রেণী পেশার সর্বস্তরের মানুষকে সচেতন হবে হবে। এর কোনো বিকল্প নেই।
বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগারের উদ্যোগে ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক’ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ সভায় বক্তারা এসব কথা বলেন। কারখানা ও নির্মাণ শ্রমিকদের নিয়ে শব্দ সচেতনতামূলক এ প্রশিক্ষণটি পরিবেশ অধিদপ্তরের হালদা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের পরিচালক নাসিম ফারহানা শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের নাক কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. নূরুল করিম চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন মিক্সার কারখানা, স্টিল মিল, সিমেন্ট কারখানা, ডেভেলপার কোম্পানির প্রায় ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম গবেষণাগার, চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম