চট্টগ্রামে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৪ হাজার ৬শ’ পিস ইয়াবা জব্দ করেছে র্যাব। এসময় গ্রেফতার করা হয় মহিদুল ইসলাম মৃধা নামে এক যুবককে। শুক্রবার রাতে নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, গণপরিবহণে করে কক্সবাজার থেকে খুলনাগামী বাসে করে ইয়াবা নেয়া হচ্ছে এ তথ্যের ভিত্তিতে তল্লাশী চালানো হয় একটি বাসে। তল্লাশীকালে মহিদুল নামে এক যাত্রীর ব্যাগ থেকে ৪ হাজার ৬শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম