চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগাহাট বাজার এলাকায় মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, শনিবার সকালে বড় দারোগারহাটে মধ্যবয়সী ওই নারী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় প্রাইভেটকারটি আটক করা হয়।
বিডি প্রতিদিন/এএম