চট্টগ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম মো ওসমান। রবিবার রাতে সীতাকুণ্ড থানার ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, ২০১৭ সালে সীতাকুণ্ড মকবুল রহমান জুট মিলের শ্রমিক ডিউটি শেষে বাসায় ফেলার পথে ডাকাতের কবলে পড়েন। এসময় ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় ছুরিকাঘাত করে ইব্রাহিমকে হত্যা করা হয়। ইব্রাহিম হত্যা মামলা দায়ের হওয়ার পর তদন্ত কর্মকর্তা ওসমানসহ আসামীদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত বিচার কার্যক্রম চলাকালে আসামি ওসমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ফিলিং স্টেশন এলাকায় থেকে ওসমানকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএম