চট্টগ্রামে পুলিশের সহায়তায় বাড়ি ফিরল আপন নামে ৫ বছরের এক পথহারা শিশু শিশু। গতকাল শুক্রবার রাতে ওই শিশু পথ হারিয়ে নগরীর কোতোয়ালী থানা এলাকার একটি বাস কাউন্টারে চলে আসে। শনিবার সকালে তার পরিবারকে খুঁজে বের করে ওই শিশুকে তাদের হাতে তুলে দেয় কোতোয়ালী থানা পুলিশ।
সিএমপি’র কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর বলেন, শুক্রবার ওই শিশু সিনেমা প্যালেস এলাকার একটি বাস কাউন্টারে প্রবেশ করে কান্না করতে থাকে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই শিশুকে থানায় নিয়ে আসে। শিশুটি নিজের নাম, পিতা-মাতা এবং বাকলিয়ার বাসিন্দা উল্লেখ করে। কিন্তু সুস্পষ্টভাবে ঠিকানা বলতে পারেনি। এরপর বাকলিয়া থানা এলাকায় পুরো রাত অনুসন্ধান করে পরিবারকে খুঁজে বের করা হয়। শনিবার পিতা এমরান ও মাতা লিপি বেগমের হাতে তুলে দেয়া হয় আপনকে।
বিডি প্রতিদিন/নাজমুল