চট্টগ্রামের মিরসরাই পৌরসভার মধ্যম মঘাদিয়া এলাকায় মুদি দোকানের পাওনা টাকা চাওয়ায় দোকানি রাজা মিয়াকে (৬৫) কুপিয়ে জখম করেছে শহীদুল ইসলাম রাসেল (২৯) নামের এক যুবক। রবিবার পৌরসভার জামাল মেম্বারের বাড়ির সামনের দোকানে এই ঘটনা ঘটে। এ সময় রাজা মিয়াকে বাঁচানোর চেষ্টা করায় ফখরুল ইসলাম (৪২) ও মো. আবদুল্লাহকে (১৩) কুপিয়ে আহত করে অভিযুক্ত যুবক।
মিরসরাই থানার ওসি কবির হোসেন জানান, এরা সবাই স্থানীয় বাসিন্দা। রাজা মিয়ার দোকানে বাকীতে পণ্য কিনতেন রাসেল। রবিবার দুপুরের দিকে রাসেল দোকানে গেলে রাজা মিয়া তাকে পাওনা টাকা দিতে বলেন। এ সময় দুজনের মধ্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে রাসেল রাজা মিয়াকে কুপিয়ে জখম করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইতিমধ্যে অভিযুক্ত রাসেলকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারজানা ইসলাম জানিয়েছেন, রাজা মিয়া, ফখরুল ইসলাম ও আব্দুল্লাহ নামের তিন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। গলায় ও হাতে গুরুতর জখম হওয়ায় রাজা মিয়াকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম