চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মেসার্স ওয়ান স্টার ব্রিকস ম্যানুফ্যাকচারিং নামের একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি গ্রামে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন এক অভিযানে এই জরিমানা করেন।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, অভিযানে দীর্ঘদিন আইন অমান্য করে পাহাড়ের পাদদেশে পাহাড়ের গাছ ও মাটি কেটে ব্যবসা করায় মেসার্স ওয়ান স্টার ব্রিকস ম্যানুফ্যাকচারিং ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা এবং চৌধুরী ব্রিকস ওয়ার্কস নামের অন্য একটি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম