চট্টগ্রাম নগরীর খুলশী থানার নাসিরাবাদ এলাকা থেকে চোরাই মোটরসাইকেল বেচাকেনার সময় চোর চক্রের পেশাদার তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আরেফিন হাসান নাইমুল (২২), মো. শাকিল (২২) মো. ইব্রাহীম বিজয় (২১)।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আলী হোসেন জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে ইঞ্জিন নাম্বার ও চেসিজ নাম্বার গসামাজা করে, কালার পরিবর্তন করে ফেলে। এরপর জাল-জালিয়াতির মাধ্যমে ডিজিটাল নাম্বার প্লেট স্থাপন করে ভূয়া ডকুমেন্টস তৈরি করে বিক্রি করার জন্য হেফাজতে রাখে। আসামিরা পেশাদার মোটরসাইকেল চোরচক্রের সদস্য। এ ঘটনায় খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম