বাংলাদেশ সোসাইটি অব এ্যানেসথেসিওলস্ট (বিএসএ) ও ক্রিটিকেল কেয়ার ও পেইন ফিজিশিয়ান'র (সিসিপিপি) চট্টগ্রাম শাখার উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস। সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন একাডেমিক ভবনের চত্বর হতে একটি মনোজ্ঞ র্যালি বের করে পুরাতন একাডেমিক ভবনের প্রিন্সিপাল লবিতে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, বিএসএ-সিসিপিপি চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মোহাম্মদ শরীফ, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ডা. রনজন কুমার নাথ, বর্তমান সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দত্ত, চট্টগ্রাম মেডিকেল কলেজের এ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ হারুন অর রশীদসহ, সোসাইটির সিনিয়র চিকিৎসকগণ। এবার দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল- এ্যানেসথেসিয়া ও ক্যান্সার কেয়ার। দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটি অব এ্যানেসথেসিওলস্ট (বিএসএ) ও ক্রিটিকেল কেয়ার ও পেইন ফিজিশিয়ান (সিসিপিপি) এর চট্টগ্রাম শাখার উদ্যোগে গতকাল সন্ধ্যায় পেনিন্সুয়ালার ডালিয়া হলে সেমিনার অনুষ্ঠিত হয়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, অ্যানেসথেসিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। অ্যানেসথেসিয়া বিষয়ে সবাইকে অবগত করতে এমন দিবসে নানা অনুষ্ঠান আয়োজন করা উচিত।
বিডি প্রতিদিন/এএম