চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাট এলাকার মৌলভীবাজার বস্তিতে আগুনে ৪০টি আধাপাকা ও কাঁচাঘর পুড়ে গেছে। সোমবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল রাজ্জাক জানান, দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ও বায়োজিদ ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৪০টি ঘর পুড়ে গেছে। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই