চট্টগ্রামে ‘গাড়ি ফিটিং’ করে ইয়াবা পাচারের সময় এক বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই চালকের নাম মামুন মিয়া। অভিযানে ২৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। সোমবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর বলেন, গাড়ি ফিটিং করে ইয়াবা পাচারের সময় একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ির সিটের নিচে বিশেষ কায়দায় রাখা এবং চালকের দেহ তল্লাশি করে মোট ২৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার করা চালকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম