চট্টগ্রাম নগরের চকবাজার থানার একটি মাদকের মামলায় জোবায়ের হোছাইন চৌধুরী ফুয়াদ (৩৬) নামের এক যুবকের ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। ফুয়াদ সাতকানিয়ার মির্জাখীল বাংলা বাজার ছোট হাতিয়ার আক্তার হোসাইন চৌধুরীর ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় জোবায়ের হোছাইন চৌধুরী ফুয়াদকে ছয় বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১৬ আগস্ট নগরের চকবাজার থানার মেহেদীবাগ শহীদ মির্জা লেইন তরুছায়া ভবন থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর তৎকালীন পরিদর্শক মো.নজরুল ইসলাম বাদী হয়ে নগরের চকবাজার থানায় মামলা করে। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০২০ সালে ১৯ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
বিডি প্রতিদিন/এএম