চট্টগ্রামের ফটিকছড়ি থানার ধর্ষণ মামলার পলাতক আসামি মো. পারভেজকে হাটহাজারী থেকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে ফরহাদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পারভেজ স্থানীয় দিদারুল আলমের ছেলে।
র্যাবের সহকারী পরিচালক নুরুল আবছার জানান, ২০২০ সালে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করে ভিকটিম। মামলার পর থেকে পারভেজ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এরইমধ্যে আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ২০২২ সালে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। গ্রেফতার এড়াতে দীর্ঘ ৩ বছর যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল। গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম