চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ওয়াজিফা (২) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২২ অক্টোবর) সকাল ১১টার সদর ইউনিয়নের হোসেন আলী মাতবর পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ওয়াজিফা ওই এলাকার আজগর আলীর মেয়ে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী জানান, ‘ওয়াজিফা বাড়ির উঠানে খেলছিলো। এক পর্যায়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুজি করে পাওয়া যাচ্ছিলো না তাকে। এরপর স্থানীয় একজন বাসিন্দা তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
বিডি প্রতিদিন/হিমেল