২ নভেম্বর, ২০২৩ ২১:০২

৫ বছর সংসার করার পর স্ত্রী-কন্যাকে অস্বীকারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

৫ বছর সংসার করার পর স্ত্রী-কন্যাকে অস্বীকারের অভিযোগ

চট্টগ্রামে পাঁচ বছর সংসার করার পর স্ত্রী ও নিজের কন্যা সন্তানকে অস্বীকার করার অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী টিনা রিবারো ওরফে লিন্ডা রিবারো টিনা। 

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বামী মাকসুদুর রহমান প্রকাশ নাইম রহমানের বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে টিনা রিবারোর কোলে ছিল তার কন্যা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিবেশী ফাতেমা আকতার ও লিটন ধর।

টিনা রিবারো নগরের কোতোয়ালী থানাধীন বারেক কলোনির ফ্রেকিং রিভারোর কন্যা। স্বামী নাইম রহমান তিনি নগরের পাথরঘাটা বান্ডেল রোড এলাকার মাহাবুর রহমানের ছেলে।   

টিনা রিবারো বলেন, ছয় বছর ধরে প্রেম করেছি। পরে বাড়ি ছেড়ে ধর্ম ত্যাগ করে বিয়ে করি। আমাদের ঘরে আসে কন্যা সন্তান। এরপর থেকে স্বামী যৌতুক দাবি করে। সংসারে শুরু হয় টানাপোড়েন। এক সময় আমি জানতে পারি সে ভুয়া কাগজে আমাকে বিয়ে করেছে। এখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কন্যাসন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছি। স্বামী নিজের সন্তানকে অস্বীকার করছেন। স্বামী ও সংসার হারিয়ে এখন ঘুরছি আদালতে। মামলা করেছি স্বামীর বিরুদ্ধে। তদন্ত শেষে আদালতে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছেন। আমি স্বামী ও সংসার ফিরে পেতে চাই।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর