চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন ৯ নম্বর ব্রিজ এলাকায় ট্রেন থেকে লাফিয়ে পড়ে প্রায় ১৪ বছর বয়সী এক শিশু আহত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তবে কথা বলতে না পারায় তার পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্থানীয় লোকজন শিশুটিকে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়তে দেখে ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, খেলার ছলে ট্রেনে উঠে গিয়েছিল ওই শিশু। ট্রেন চলন্ত অবস্থায় সে লাফ দেয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহিদুল ইসলাম বলেন, শিশুটির নাম-পরিচয় জানা যায়নি। মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় সে কথা বলতে পারছে না। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম