চট্টগ্রামের সীতাকুন্ডের বার আউলিয়া এলাকায় শিপ ব্রেকিং ইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সিয়াম (১৬) নামে কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিয়াম উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কাজলীপাড়া এলাকার মো. হারুনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কারখানার ভেতরে বিদ্যুতের তার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সিয়াম। তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
সিয়ামের চাচাতে ভাই মোহাম্মদ রমজান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে আহত অবস্থায় ভাটিয়ারির বিএসবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার তাকে দাফন করা হয়েছে।বিডি প্রতিদিন/এএম