চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের ছমদ বাড়ির মো. করিমের পরিবারে পারিবারিক কলহের জের ধরে কিরিচের কোপে দুই ভাই নিহত হন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর ও মো. আলমগীর। তারা একই এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে চার ভাই করিম, রাসেল, জাহাঙ্গীর ও আলমগীর একযোগে বিদেশ থেকে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় করিম কিরিচ দিয়ে স্ত্রী ও মেয়েকে কোপাতে থাকে। স্থানীয় কয়েকজন এসে বাধা দিলে তাদেরও কোপাতে থাকে। পরবর্তী এলাকাকাসীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে জাহাঙ্গীর ও আলমগীর দুই ভাই নিহত হন। আহত হয়েছেন সাহাবুদ্দিন,বাচ্চু, বোরহানসহ আরও ৬ জন। এর আগে করিমের পারিবািরক কলহটি এক পর্যায়ে সামাজিক কলহে রূপ নেয়। এ কারণে তাদের সমাজচ্যুতও করা হয়।
জাফতনগর ইউনিয়নের চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া বলেন, পারিবারিক কলহের জের ধরে দুই ভাই নিহত হন।
বিডি প্রতিদিন/এএম