৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:০৯

চট্টগ্রামে এখনও চড়া সবজির দাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এখনও চড়া সবজির দাম

চট্টগ্রামের বাজারে এখনো রয়েছে বন্যার প্রভাব। প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ১৫-২০ টাকা। পাশাপাশি খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম দুই থেকে ছয় টাকা পর্যন্ত বেড়েছে। বেড়েছে ফার্মের ডিম ও মুরগির দাম। আজ শুক্রবার নগরীর চকবাজার, কাজীর দেউড়ি, বহদ্দারহাট, কর্ণফুলী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে প্রতিকেজি ৮০ টাকায় বিক্রি হওয়া করলা ১০০ টাকা, বেগুন ৩০ টাকা বেড়ে ১২০ টাকা, ৬০ টাকা থেকে বেড়ে ঢেঁড়স ৮০ টাকা, পটল ১০ টাকা বেড়ে ৮০ টাকা, লাউ ১০ টাকা বেড়ে ৬০ টাকা ও ধনেপাতা ২০০ টাকা থেকে বেড়ে ২৩০ টাকা, গাজর ১০০ টাকা থেকে বেড়ে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে ১০ টাকা কমে ৫০ টাকা, কাঁকরোলে ১০ টাকা কমে ৯০ টাকা, মিষ্টি কুমড়া ১০ টাকা কমে ৫০ টাকা, বরবটি ২০ টাকা কমে ১০০ টাকা, শসা ৪০ টাকা, কাঁচা মরিচ ১৯০-২০০ টাকা, টমেটো ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ২০ টাকার নিচে মিলছে না শাকের আঁটি। পেঁয়াজ প্রতিকেজি ১২০-১২৫ টাকা, রসুন ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

রিয়াজউদ্দিন বাজার মাছের দোকানে কাতলা ৩৪০-৪০০ টাকা, রুই ২৮০-৪০০ টাকা, তেলাপিয়া ২০০-২২০ টাকা, মৃগেল ২২০-২৬০ টাকা, পাঙাস ১৮০-২২০ টাকা, পাবদা ৪০০ টাকা, কৈ ৪৫০ টাকা, রূপচাঁদা ৫৫০-৭০০ টাকা, চিংড়ি ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে মাছ-মাংসের দাম। গরুর মাংস ৮৫০ থেকে ১ হাজার টাকা এবং ছাগলের মাংস ১ হাজার ৫০ থেকে ১১শ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। ফার্মের মুরগির সাদা ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর