চট্টগ্রামের পটিয়া উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার মিছিলে গুলি ও বিএনপি নেতার উপর হামলার ঘটনায় মুসলিম জামান সবুজ (৩০) ও আক্তারুজ্জামান শাকিল (২৪) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) রাতে পটিয়া পৌর সদর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সহোদর। তাদের বাড়ি উপজেলার কুসুমপুরা ইউনিয়নে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, সবুজ ও শাকিল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল গুলি, বিএনপির অফিস, ভাংচুর ও জামায়াত নেতাকে হত্যাচেষ্টা মামলাসহ তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে পটিয়া থানা পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করে। এদের মধ্যে শাকিল গত ৪ আগষ্ট ছাত্র জনতার মিলিয়ে এলোপাথাড়ি গুলি ছুড়ে। ভিডিও ফুটেজে শাকিলকে শনাক্ত করা হয়েছে। তার বড় ভাই সবুজ ২০১৮ সালে সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী এনামুল হক এনামের গাড়ি বহরে হামলা মামলার আসামী। তারা এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ডেযুক্ত।
বিডি প্রতিদিন/এএম