চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় বিয়ের প্রলোভনে এক গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শফিউল আলম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার রাতে চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শফিউল ওই এলাকায় স্থানীয় বাসিন্দা।
র্যাব জানিয়েছে, গার্মেন্টসে চাকরির সুবাধে গত বছরের জানুয়ারিতে শফিউলের সাথে ভিকটিমের পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। চলতি বছরের মার্চে শফিউল ভিকটিমকে বিয়ের আশ্বাস দিয়ে বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে একত্রে বসবাস করতে শুরু করে। পরবর্তীতে ভিকটিম বিয়ের জন্য চাপ দিলে শফিউল বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপর ভিকটিম বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম