চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে পৌর সদরের মিয়ারবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার পালেগ্রাম এলাকায়। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আলাউল কলেজের সভাপতি ছিলেন।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ারবাজার এলাকায় আবদুল গফুরের অবস্থান জানতে পেলে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম