চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন চকবাজার এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলিসহ নাজিম উদ্দিন (৪৭) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। নাজিম উদ্দিন ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার মৃত জাহিদুল হকের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম বলেন, গ্রেফতারকৃত নাজিম উদ্দিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। গত সোমবার রাতে নগরের চকবাজার থানার একটি বহুতল ভবনের মেইন গেইটে অবস্থান করার খবর পেয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পেছনের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে সেটি বহন করছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকবাজার থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম