চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফেল করা শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো আন্দোলন করেছে। একই সময়ে বোর্ডে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা।
মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কর্মকর্তারা প্রধান ফটকে তালা লাগিয়ে বোর্ড প্রাঙ্গণে ও শিক্ষার্থীরা সড়কের পাশে দাঁড়িয়ে আন্দোলন করে। এসময় পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থান নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম বলেছেন, বার বার শিক্ষার্থীরা এসে শিক্ষাবোর্ড ঘেরাও করছে। অনেক কর্মচারীকে হেনস্তা করেছে। অভিভাবকদের অনুরোধ করছি আপনাদের ছেলে-মেয়েদের বুঝান। তাদের ঘরে নিয়ে যান। কিন্তু তারা তাদের অযৌক্তিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখানে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। আন্দোলনকারীদের মধ্যেও অনেক দুষ্কৃতকারী থাকতে পারে। তারা এ আন্দোলনকে অন্য দিকে নিয়ে যেতে পারে। সেজন্য শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে।
শিক্ষাবোর্ডের মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক আমিরুল মোস্তফা, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান, কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, উপ-সচিব বেলাল হোসেন, উপ-কলেজ পরিদর্শক বিজয় ভৌমিক প্রমুখ।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর থেকে এইচএসসির প্রকাশিত ফলাফলে বৈষম্য করা হয়েছে অভিযোগ তুলে বোর্ড ঘেরাও করে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার বাদ দিয়ে রবিবার আবার আন্দোলন করে। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এমআই