চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গুচ্ছগ্রাম প্রকল্প এলাকায় হাতির আক্রমণে হালিমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের স্ত্রী। তিনি ৭ সন্তানের জননী ছিলেন।
এর আগে, গত ২৩ সেপ্টেম্বর রাতে হাতির আক্রমণে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্পের খোশাল তালুকদারের বাড়ির মো. দুলাল (৬০) ও বৈরাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. আক্তারের স্ত্রী রেহানা বেগম (৩৮) এর মৃত্যু হয়। এ নিয়ে গত কয়েক বছরে হাতির আক্রমণে আনোয়ারা-কর্ণফুলীর ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে চারটি হাতির একটি পাল নতুন গুচ্ছগ্রাম প্রকল্প এলাকায় ঢুকে পড়ে। রাত ১০ টার দিকে হালিমা খাতুন একই এলাকায় পুরাতন গুচ্ছগ্রামে এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে হাতির আক্রমণে শিকার হন। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা পাহাড়ে তার মরদেহ দেখতে পায়।
নিহতের ছেলে সালাহ উদ্দিন বলেন, ২০০৯ সালে বাবা মারা যান। ভিটে-মাটি না থাকায় ২০১১ সালে গুচ্ছগ্রাম প্রকল্পে একটি ঘর পাই। গত সোমবার রাতে হাতির আক্রমণে মাকেও হারিয়ে ফেলছি। যতদিন হাতিগুলো দেয়াং পাহাড়ে থাকবে ততদিন এ এলাকার কেউ নিরাপদ নয়। তাই আমরা দ্রুত হাতির অপসারণ চাই।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, হাতির আক্রমণে গুচ্ছগ্রাম প্রকল্পের এক উপকারভোগীর মৃত্যু হয়। নিহতের পরিবারকে সরকারি নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে।
বিডি প্রতিদিন/নাজমুল