চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহনের বিশেষায়িত গাড়ি প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের ধর্মঘট স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ধর্মঘট স্থগিত করার ঘোষণা দেয় চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড ও ড্রামট্রাক শ্রমিক ইউনিয়ন।
জানা যায়, গত সোমবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার শ্রমিক ধর্মঘটের ডাক দেয় শ্রমিক সংগঠনটি। ধর্মঘটের কারণে প্রায় ৩৪ ঘণ্টা বিঘ্ন ঘটেছে আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনার ডিপোতে আনা-নেওয়ার কাজ। তবে বন্দরের ভেতরে জেটির জাহাজ, ইয়ার্ড ও টার্মিনালে কনটেইনার লোড-আনলোড, স্থানান্তর কার্যক্রম স্বাভাবিক ছিল।
চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড ও ড্রামট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম খান বলেন, বৃহস্পতিবারের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হবে- ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এমন আশ্বাসে আমরা ধর্মঘট স্থগিত করেছি। যদি দাবি মানা না হয় তাহলে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল