চট্টগ্রামের ৪ হাজার ৩৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ৩ লাখ ৪০ হাজার ২০৮ জন কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকা দেয়া হবে। আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে ক্যাম্পেইন চলবে ১৮ দিন পর্যন্ত। সপ্তাহের ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এ টিকা দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী এ সব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএইচ নাওশাদ খান, ডা. নুরুল হায়দার শামীম ও ডা. এফএম জাহিদুল ইসলাম।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ক্যান্সার আক্রান্ত নারীদের মধ্যে একটি বৃহত্তর অংশ জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত। নারীদের এ ক্যান্সার প্রতিরোধে আমাদের কর্মসূচি পালন করা হচ্ছে। টিকাদান কর্মসূচি নিয়ে ভীতি ছড়ানো হচ্ছে। কিন্তু আসলে এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আর যদি কেউ অসুস্থ হয়েও থাকে সে ক্ষেত্রে আমাদের মেডিক্যাল টিম প্রস্তুত আছে। আশা করছি এ কার্যক্রম আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো।
বিডি প্রতিদিন/নাজমুল