চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে গুলি করে আফতাব উদ্দিন তাহসিন (২৬) নামে এক যুবককে হত্যার ঘটনায় সন্ত্রাসী সাজ্জাদ হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে নগরের চান্দগাঁও থানায় নিহতের বাবা মো. মুসা বাদী হয়ে এই মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন, সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাতো ভাই খোরশেদ ও মো. হেলাল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, আফতাব উদ্দিন তাহসিন নিহত হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। তাছাড়া, এ ঘটনায় ব্যবহৃত গাড়িটি শনাক্ত করেছে পুলিশ। চালক ও জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
জানা যায়, নিহত আফতাব উদ্দিন তাহসিন ইট, বালুর ব্যবসা করতেন। তার ব্যবসার জন্য আনা বালু ও ইট শমসের পাড়ার উদুপাড়া এলাকায় রাখতেন। গত ২১ অক্টোবর বিকেল সোয়া চারটার দিকে মজুতের জন্য এক ট্রাক বালু আনা হয়। এ কারণে আফতাব সেখানে যান। কিছুক্ষণ পর সন্ত্রাসী সাজ্জাদ হোসেন তার সহযোগীদের নিয়ে মাইক্রোবাসে এসে তাহসিনকে গুলি করে চলে যান।
বিডি প্রতিদিন/মুসা