চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগে ছাত্রলীগ কর্মী হাবিবুর রহমান হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। হদয় চট্টগ্রামের এমইএস কলেজের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
খুলশী থানার ওসি মুজিবুর রহমান জানান, গত ১৮ জুলাই ছাত্র জনতার আন্দোলনে মুরাদপুর এলাকায় গুলিকে কেন্দ্র করে পাঁচলাইশ থানায় দায়ের হওয়া মামলার আসামি হৃদয়। মঙ্গলবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে খুলশী এলাকা থেকে তাকে গেপ্তার করা হয়। বড়ভাইদের নির্দেশে মুরাদপুর এলাকায় ছাত্র জনতার আন্দোলনে অস্ত্র নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন হৃদয়। সেখানে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ