চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন বাবুলকে (৪০) বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকেল ৫টায় উপজেলার উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। জিয়া উদ্দিন বাবুল লোহাগাড়া জঙ্গল পদুয়া গ্রামের মৃত কালু মিয়ার ছেলে। তিনি উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে রয়েছেন।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার জামাল উদ্দিন বলেন, গত ৫ আগস্টের আগে লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা, গুলিবর্ষণ করে হামলা ও বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক, ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় ২টি ও আদালতে একটিসহ মোট তিনটি পৃথক মামলার এজাহার নামীয় আসামি জিয়াউদ্দিন বাবুল। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই