ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় চট্টগ্রামে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম সিটি করপোরেশন নানা প্রস্তুতি গ্রহণ করেছে। প্রস্তুত রাখা হয়েছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের।
পতেঙ্গার আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় দানা চট্টগ্রাম বন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দূরে আছে। এর প্রভাবে চট্টগ্রামের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ও পূর্বাভাস কর্মকর্তা উজ্জ্বল কান্তি পাল বলেন, বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে আছে। তাই আগামী ২৫ ও ২৬ অক্টোবর চট্টগ্রামে বৃষ্টিপাত হতে পারে। তবে দানার গতিপথ চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে হবে না।
চট্টগ্রাম জেলা প্রশাসন জানায়, ঘূর্ণিঝড় মোকাবিলায় চট্টগ্রামে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৫ উপজেলা প্রশাসনকে ঘূর্ণিঝড় সংক্রান্ত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় পূর্ব প্রস্তুতি হিসেবে মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের। আমাদের সামগ্রিক প্রস্তুতি আছে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় বন্দরের সামগ্রিক প্রস্তুতি রয়েছে। তাছাড়া বন্দর সতর্ক অবস্থায় আছে।
বিডি প্রতিদিন/এমআই