চট্টগ্রামে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা মো. ফিরোজকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফেনীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফিরোজ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মুরাদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম জানান, ফিরোজের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, নাশকতা, মাদক এবং ছিনতাইসহ ৫টি মামলার রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অস্ত্রধারী সন্ত্রাসী ফিরোজসহ সন্ত্রাসীরা নগরীর মুরাদপুর এলাকায় আন্দোলননত বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলিবর্ষণ ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। মুরাদপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রামে প্রথম শহীদ হন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরাম নামে এক শিক্ষার্থী। এরপ্রেক্ষিতে আন্দোলনের দাবানল পুরো চট্টগ্রামে ছড়িয়ে পড়ে। ওই সময় অস্ত্রধারী এসব সন্ত্রাসীদের ছবিসহ বিস্তারিত পরিচয় বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। যুবলীগ ক্যাডার ফিরোজ স্থানীয়দের কাছে ‘ডাকাত ফিরোজ’ নামেই পরিচিত। তার বিরুদ্ধে মুরাদপুর-বহদ্দারহাট এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের অভিযোগ দীর্ঘদিনের।
বিডি প্রতিদিন/এএ